Homeরাজনীতি২৮ অক্টোবর নয়া পল্টন চায় বিএনপি, সিদ্ধান্ত ‘জানায়নি’ ডিএমপি

২৮ অক্টোবর নয়া পল্টন চায় বিএনপি, সিদ্ধান্ত ‘জানায়নি’ ডিএমপি

সরকার পতনের ‘এক দফার চূড়ান্ত আন্দোলনে’ আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জমায়েত হতে চায় বিএনপি।

কর্মসূচি ঘোষণার তিন দিন পর শনিবার এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

তবে ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এসব বিষয়ে (সমাবেশ) ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে থাকি। এবারও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের স্বাক্ষরে চিঠি দিয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য।”

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেনও এই তথ্য নিশ্চিত করেছেন। আপনারা কী ভাবছেন, এই প্রশ্নে তিনি বলেন, “আবেদন জমা পড়েছে। পরবর্তীতে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায় ও বর্তমান সরকারের পতনের দাবিতে গত বুধবার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments