Homeবিতরণকালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে প্রায় ৩শত অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের উদ্যোগ ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২২৫টি এবং ইউপি চেয়ারম্যান তাহির তাহুর ব্যক্তি উদ্যোগে প্রায় ৭৫টি কম্বল বিতরণ করেন।

এসময় কাকিনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু বলেন, তীব্র শীতের কারণে ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ২২৫টি কম্বল পেয়েছি যা চাহিদা অনুযায়ী খুবই নগন্য। ইউনিয়ন পরিষদে বিতরণ করা দেখে অনেক শীতার্ত মানুষ কম্বল নিতে এসেছে। আমার ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে। এসময় বিত্তবানদেরও এই শীতার্ত মানুষরে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, কাকিনা ইউপির প্যানেল চেয়ারম্যান আতাউজ্জামান রঞ্জু, ইউপি সদস্য ইয়াকুব আলী, শরিফ উদ্দিন, রশিদুল ইসলাম, শাহাবুদ্দিন, আয়নাল হক, ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস বেগম, ভারতী রানী সেন, কোহিনুর বেগম, ইউপি সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments