Homeবাংলাদেশ"যৌন ও প্রজনন এই বিষয় গুলো খারাপ কিছু নয়, এ সম্পর্কে আমাদের...

“যৌন ও প্রজনন এই বিষয় গুলো খারাপ কিছু নয়, এ সম্পর্কে আমাদের জেনে থাকা দরকার “

অর্পিতা দেব স্টাফ রিপোর্টারঃ-


লালমনিরহাট জেলায় আদিতমারী উপজেলায় আজ ইয়ুথ ফর চেঞ্জ এর আয়োজনে ইন্টারজেনারেশনাল ডায়লগ (Intergenerational Dialogue)  অনুষ্ঠিত হয়। এখানে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক গুলো এবং প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।উপস্থাপনায় ছিলেন অর্পিতা দেব। সহযোগিতায় ছিলেন শিব সুন্দর বর্মণ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই-আলম সিদ্দিকি, আবাসিক মেডিকেল অফিসার সালাউল হাসান এবং ইয়ুথ ফর চেঞ্জ এর কো-অর্ডিনেটর মৃদুল হাবিব এবং সম্মানিত শিক্ষক, সাংবাদিক , ইমাম সহ আরো বেশ কিছু কিশোর ও যুবক।এসময় যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তর আলোচনা করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার জনাব মোঃ সালাউল হাসান। বক্তব্য কালে তিনি বলেন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে আমাদের জেনে থাকা দরকার এসব খারাপ কিছু নয়। যৌন ও প্রজননের সাথে সম্পর্কিত সকল বিষয় সৃষ্টির কর্তার দান। প্রতিটা মানুষের বয়ঃসন্ধিকালে  শারীরিক মানসিক পরিবর্তন গুলো শুরু হয়। ছেলে মেয়ে অনুযায়ী ছেলেদের আলাদা এবং মেয়েদের আলাদা আলাদা পরিবর্তন হয়ে থাকে শারীরিক ভাবে। যেমন মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব হওয়া,স্তন বড় হওয়া,গলার স্বর চিকন হওয়া ইত্যাদি এবং ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত শুরু হওয়া, গলার স্বর মোটা হওয়া, দাঁড়ি গোঁফ গজানো ইত্যাদি।  শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন নিয়েও আলোচনা করেন তিনি। তিনি বলেন এসবে ভয় পেলে চলবে না উল্টো যদি বয়ঃসন্ধিকাল এই  পরিবর্তন গুলো শুরু না হয় তাহলেই বিষয়টি ভয়ের হতে পারে। কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক,কারন, প্রতিকার ও প্রতিরোধের উপায় নিয়ে বিষদ আলোচনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসা জনাব নূর-ই-আলম সিদ্দিকি। তিনি বলেন বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে।যুবসমাজ পারে এসব অনৈতিক কর্মকান্ডে বন্ধ করতে। তিনি ইয়ুথ ফর চেঞ্জ কে আহ্বান করেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতা বৃদ্ধি করার এবং এতো ভালো উদ্যোগ গ্রহণ করায় তিনি ইয়ুথ ফর চেঞ্জ এর সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি জোরদার কাজ চালিয়ে যেতে বলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments