Homeদোল তিথি উৎযাপন অনুষ্ঠিতসনাতন ধর্মাবলম্বী শ্রী শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণ শুভ পঞ্চম দোল তিথি...

সনাতন ধর্মাবলম্বী শ্রী শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণ শুভ পঞ্চম দোল তিথি উৎযাপন অনুষ্ঠিত



চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

আজ শুক্রবার দক্ষিণ বন্দর শ্রী শ্রী কালি ও বাসন্তী মাতা মন্দির প্রাঙ্গনে। শ্রী শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণ শুভ পঞ্চম দোল তিথি উৎযাপন অনুষ্ঠিত হয় ১ম দিন রাত আট ঘটিকায়।
এ অনুষ্ঠানে রয়েছে বণার্ঢ্য মঙ্গল যাত্রা, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ,মহতী ধর্মসভা,ধর্মীয় গীতিনৃত্য নাট্য,প্রতিমা প্রদর্শনী ও অষ্টম প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ আজ তিন ব্যাপি উৎসব অনুষ্ঠানমালা  আশোজন রয়েছে।শুক্রবার, শনিবার,রবিবার, দক্ষিণ বন্দর হিন্দু পাড়া,মাহাল খান বাজার,আনোয়ারা উপজেলা, কর্ণফুলী থানাদীন, শ্রী শ্রী কালি ও বাসন্তী মাতা মন্দির প্রাঙ্গনে।তিন দিন ব্যাপী অনুষ্ঠান  সূচীর ব্যবস্থাপক  রয়েছেন দক্ষিণ বন্দর সার্বজনীন মহোৎসব উৎযাপন পরিষদ ১৪৩০ বঙ্গাব্দ, #শ্রী রুপন বসু সভাপতি, ও ইউ পি সদস্য এক নং বৈরাগ ৩ নং ওয়ার্ড, *শ্রী রুপন সেন,অর্থ সম্পাদক
★শ্রী ছোটন কুমার  ভৌমিক সাধারণ সম্পাদক  সার্বজনীন উৎযাপন কমিটি একলার সকলে সহযোগিতায় রয়েছেন।বিশেষ পূজার অনেক গুলো নিয়মে পালনের মধ্য দিয়ে উৎসবের আমন্ত্রিত উপস্থিত ছিলেন উদ্বোধক  এডভোকেট  রিপন দাশ সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট  ডিভিশন) ঢাকা।মঙ্গল প্রদিপ প্রজ্জ্বলক ঃ শ্রী সুগ্রীব  মজুমদার দোলন,সাধারণ সম্পাদক,বাংলাদেশ, পূজা উৎযাপন পরিষদ,চট্টগ্রাম জেলা ও যগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ। আশীর্বাদকঃ শ্রী মনোরম চক্রবর্তী বিশিষ্ট ব্যাংকার ও পন্ডিতপ্রবর।
প্রধান অতিথিঃ শ্রী মনিলাল দাশ মহাব্যবস্থাপক (অর্থ)বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোশন ও সি ইউ এফ এল এশিয়েটিক  ওয়েল লিঃ এবং বোর্ড অব ট্রাস্টি, শ্রী শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রাম।
প্রধান ধর্মীয় আলচকঃ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, সংবর্ধিত অতিথিঃ শ্রী দোদুল কুমার দত্ত(সিআইপি)। বিশেষ অতিথি  বীর মক্তিযোদ্ধা লিয়াকত আলী, জনাবা মরিয়ম বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা।। জনাব নোয়াব আলী,১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,  যুগ্ম-সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ।। আলহাজ্ব আনোয়ার হোসেন,অর্থ-সম্পাদক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, সম্মানিত অতিথি  অত্র এলাকার স্থায়ীয় নেতৃবৃন্দ।। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহ বন্দর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আই সি,তথ্য  সহযোগিতা মোতায়ন ছিলেন বন্দর ফাঁড়ি  এ এস আই চন্দ্র দাস, টহল পুলিশ কর্মকর্তার এবং এ এস আই কাজল দাস।।পূজা ব্যবস্থানার নিরাপত্তার নিয়োজিত ছিলেন।।পূজা কমিটির  পক্ষে  রুপন বসু ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের  দেশ কন্যা  শেক হাসিনাকে ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য বিন্দুদের ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা থাকার জন্য।।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments