Homeআন্তর্জাতিকএবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা

এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা



ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করার লক্ষ্যে ইসরায়েলের চালানো হামলায় ১০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না ইসরায়েল। এদিকে হামাসও বসে নেই, গাজায় ইসরায়েল স্থল অভিযান চালানোর পর থেকেই হামাসের পাল্টা হামলার মুখে পড়েছে তেল আবিব। খবর আল জাজিরা

এবার গাজায় ইসরায়েল বাহিনীর ওপর হামলার পাশাপাশি লেবাননেন দক্ষিণ অঞ্চল থেকেও রকেট হামলা চালাচ্ছে হামাস।

সোমবার (৬ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা উত্তর ইসরায়েলি শহর নাহারিয়া এবং হাইফা শহরের দক্ষিণ উপকণ্ঠে ১৬টি রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সেদিকে কামানের গোলাবর্ষণ করছে আইডিএফ।’

কাসাম ব্রিগেডস বলছে, গাজায় আমাদের জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট ছোড়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে চার হাজারেরও বেশি শিশু।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments